
আকাশপথে ঈদযাত্রা: দেড় মাস আগেই শেষ স্বল্পমূল্যের টিকিট
প্রকাশ: ২৯ মার্চ ২৩ । ২৩:০৫ | আপডেট: ৩০ মার্চ ২৩ । ০০:০০
শহিদুল আলম

প্রতীকী ছবি
যানজট ও ঠাসাঠাসি এড়াতে অনেকের পছন্দ আকাশপথ। সময় বাঁচাতে সড়ক ও রেলপথের পরিবর্তে স্বচ্ছল ব্যক্তিরা তাই যাতায়াত করেন উড়োজাহাজে। তবে সর্বনিম্নমূল্যে এর টিকেট পাওয়া কঠিন, আর ঈদ যাত্রায় তা যেন সোনার হরিণ। আসন্ন ঈদুল ফিতরের আরও ২৩-২৪ দিন বাকি থাকলেও স্বল্পমূল্যের টিকি পাচ্ছেন না সাধারণ যাত্রীরা। এবার দেড় থেকে দু’মাস আগেই এসব টিকিট বিক্রি হয়ে গেছে বলে এয়ারলাইন্স সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, দেশের সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে সরকারি-বেসরকারি চারটি এয়ারলাইন্স। এয়ারলাইনগুলো হচ্ছে— বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, নভোএয়ার ও এয়ারঅ্যাস্ট্রা। রুটগুলো হলো: ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর, ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট ও ঢাকা-বরিশাল। এসব অভ্যন্তরীণ রুটের মধ্যে কক্সবাজার ব্যতীত অন্য রুটে টিকিট ভাড়া সর্বনিম্ন তিন হাজার চারশ থেকে সর্বোচ্চ প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত। তবে ঈদের ছুটি শুরু হতে এখনও অনেক দিন বাকি থাকলেও ইতোমধ্যে শেষ হয়ে গেছে তিন হাজার চারশ টাকার টিকিট। এ কারণে একই উড়োজাহাজের একই আসনের অভিন্ন ফ্লাইটের টিকিট কিনতে হচ্ছে ৮ হাজার ৮০০ থেকে ৯ হাজার ৮০০ টাকায়।
যাত্রীদের অভিযোগ, একচেটিয়া ব্যবসা করছে এয়ারলাইন্সগুলো। তারা যোগসাজস করে সবাই অতিরিক্ত দামে টিকিট বিক্রি করছে। বলা হচ্ছে- স্বল্পমূল্যের টিকিট শেষ হয়ে গেছে, তাই বেশি দামে একই টিকিট কিনতে হবে। এভাবে খরচ বেড়ে যাচ্ছে দুই থেকে তিনগুণ। তারা ঈদযাত্রায় অধিক চাহিদার সুযোগ নিচ্ছে। এটা অমানবিক। এ বিষয়ে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। আরমান নামে এক যাত্রী বলেন, কোনো এয়ারলাইন্সেরই স্বল্পমূল্যের টিকিট নেই। তাই বাধ্য হয়ে উচ্চমূল্যে কিনতে হচ্ছে।
ইউএস বাংলার মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম সমকালকে বলেন, বিশ্বের সব দেশে একই পদ্ধতিতে এয়ারলাইন্সের টিকিট বিক্রি হয়। টিকেটগুলো কয়েকটি ভাগে ভাগ করে সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ মূল্য ধরা হয়। এবার অনেকেই দেড় থেকে দুমাস আগে বুকিং দেওয়ায় স্বল্পমূল্যের টিকিট শেষ হয়ে গেছে।
নভো এয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাহ উল ইসলাম বলেন, রমজান উপলক্ষে আমরা ৫০০ টাকা ভাড়া কমিয়েছি। কিন্তু সর্বনিম্ন দামে টিকিট পেতে আগে আসতে হবে। পরে আসলেতো বেশি দামের টিকিই কিনতে হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com