
৬ বছর পর শীর্ষে আর্জেন্টিনা, তিনে ব্রাজিল
প্রকাশ: ৩০ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ৩০ মার্চ ২৩ । ১৫:২৩ | প্রিন্ট সংস্করণ
স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল
গত বছরের ২২ ডিসেম্বরের পর আর র্যাঙ্কিং আপডেট করেনি ফিফা। সেই হিসাবে অফিসিয়ালি এখনও একে ব্রাজিল। আর দুইয়ে আর্জেন্টিনা। তবে সম্প্রতি ফ্রেন্ডলি ম্যাচে মরক্কোর কাছে হেরে যাওয়ায় নিশ্চিতভাবে অবনমন হবে ব্রাজিলের।
এর মধ্যে ফ্রান্স ভালো করায় তাদের এক ধাপ উন্নতি হবে। আর দুই ধাপ নিচে নেমে ব্রাজিল চলে যাবে তিনে, দুইয়ে উঠে আসবে ফ্রান্স। শীর্ষস্থানে জায়গা করে নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
তারা প্রীতি ম্যাচে হারিয়েছে পানামা ও কুরাকাওকে। তাতেই ১৮৩৮.৩৮ থেকে বেড়ে হবে ১৮৪০.৯১। আর (-৬.৬৩) পয়েন্ট কমে ব্রাজিলের অর্জন হবে ১৮৩৪.১৪ পয়েন্ট।
৬ এপ্রিল ফিফা পরবর্তী র্যাঙ্কিং হালনাগাদ করবে। সেখানেই আসবে এমন চূড়ান্ত ঘোষণা। তেমনটা হলে ৬ বছর পর শীর্ষে দেখা যাবে আর্জেন্টিনাকে। সর্বশেষ ২০১৭ সালে তারা একে ছিল।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com