
কক্সবাজারে ভারতীয় পর্যটকের মৃত্যু
প্রকাশ: ৩০ মার্চ ২৩ । ১৭:২১ | আপডেট: ৩০ মার্চ ২৩ । ২২:০৯
কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি
কক্সবাজারে বেড়াতে আসা কুলাল চন্দ্র সিং (৭৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে শহরের কলাতলীর অস্টার ইকো হোটেল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাল চন্দ্র সিং ভারতের মনিপুরের বাসিন্দা। মঙ্গলবার তিনি পরিবারের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন। টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোল্লা শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, বুধবার রাতে কুলালের পরিবারে সবাই সৈকতে যান। সেখান থেকে হোটেলে ফিরে কুলাল বাথরুমে ঢোকেন। কিন্তু এক ঘণ্টা পরও বাথরুম থেকে বের না হওয়ায় অন্যরা ডাকতে শুরু করেন। পরে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় বাথরুমের দরজা ভেঙে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে ওই পর্যটকের মৃত্যু হয়েছে সেটি এখনও নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com