কলকাতার যে 'রোগ' সারাতে পারেন লিটন

প্রকাশ: ৩০ মার্চ ২৩ । ১৯:২১ | আপডেট: ৩০ মার্চ ২৩ । ১৯:২১

স্পোর্টস ডেস্ক

লিটন দাস

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) প্রথমবারের মতো খেলবেন টাইগার ব্যাটার লিটন কুমার দাস। নিলামে ভিত্তিমূল্য ৫০ লাখ রূপিতে লিটনকে দলে ভেড়ায় দু'বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।

সম্প্রতি বাইশ গজে দুর্দান্ত সময় কাটাচ্ছেন লিটন। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৪১ বলে ৮৩ রানের ইনিংস খেলেছেন লিটন। এই সংস্করণে বাংলাদেশের দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকানোর ম্যাচে তার স্ট্রাইকরেট ছিল ২০২.৪৩। তার ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ৩ ছক্কায়। 

সম্প্রতি ক্রিকইনফোর প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, টি-টোয়েন্টিতে অন্তত ৭০০ বল খেলেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে পাওয়ার প্লেতে স্ট্রাইক রেট সবচেয়ে বেশি এই ডানহাতি ব্যাটারের। ৬৪ ইনিংসে তার স্ট্রাইক রেট ১৪২.৫৭। লিটনের পরই আছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। পাওয়ারপ্লেতে ৭৮ ইনিংসে ১৪১.৫১ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন কুইন্টন ডি কক।

২০২২ সালে পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে না পারায় বেশ ভুগতে হয়েছিল কলকাতাকে। যেটির মাসুল তাদের দিতে হয়েছে রবিন লিগ রাউন্ডে বাদ পড়ে। প্রায় ম্যাচের শুরুতেই কলকাতা ছিটতে যেত পাওয়ার প্লেতে মন্থর ব্যাটিংয়ের কারণে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের আইপিএলে ব্যাটিং পাওয়ার প্লে'তে ৫০৪ বলে মোট ৫১০ রান করেছিল কেকেআর। অর্থাৎ স্ট্রাইক রেট ছিল মাত্র ১১৯.৬। যা আধুনিক টি-টোয়েন্টির যুগে একেবারেই জঘন্য।

কলকাতার পাওয়ারপ্লের এই রোগের ডাক্তার হতে পারেন ওপেনার লিটন দাস। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। টাইগার ব্যাটার লিটনের নিয়মিত পারফরম্যান্সে এমনটাই ভাবছেন অনেকে। 

ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, লিটন ঝোড়ো শুরু এনে দিতে পারলে কলকাতার পক্ষে বড় সংগ্রহ তোলার পথটা মসৃণ হয়ে যাবে। এক্ষেত্রে অবশ্য ঝুঁকিও আছে। দ্রুত গতিতে রান তুলতে গিয়ে গিয়ে শুরুতে লিটনের আউট হওয়ার প্রবণতাও আছে। সেটিও মাথায় রাখতে হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com