জনগণ এ সরকারকে আর চায় না: আমিনুল হক

প্রকাশ: ৩০ মার্চ ২৩ । ২০:০৪ | আপডেট: ৩০ মার্চ ২৩ । ২১:২৪

সমকাল প্রতিবেদক

দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক বলেছেন, ‘কিছু অসাধু সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। জনগণ এ সরকারকে আর চায় না।’

আজ বৃহস্পতিবার গুলশানে ইমানুয়েল পার্টি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির বনানী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়ো মাহফিলের আগে আলোচনায় তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, সরকারবিরোধী আন্দোলনে অংশ নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বনানী থানা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, বিএনপি নেতা কামাল জামান মোল্লা, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, মহানগর সদস্য এবিএমএ রাজ্জাক, রেজাউর রহমান ফাহিম, মিজানুর রহমান বাচ্চু, হুমায়ুন কবির রওশন, ইমান হোসেন নূর, মাহামুদুর রহমান মনা, যুবদলের শাহজাহান সরদার,  কৃষকদলের সাইদুজ্জামান আরিফ প্রমুখ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com