সপ্তমবার বাড়ল হজ নিবন্ধনের সময়

প্রকাশ: ৩০ মার্চ ২৩ । ২০:৫৩ | আপডেট: ৩০ মার্চ ২৩ । ২০:৫৩

সমকাল প্রতিবেদক

ফাইল ছবি

বাংলাদেশের হজযাত্রী নিবন্ধন ষষ্ঠ দফাতেও পূরণ না হওয়াতেও ফের বাড়ানো হয়েছে সময়।

আজ বৃহস্পতিবার রাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সপ্তাহের বুধবার (৫ এপ্রিল) পর্যন্ত হজ নিবন্ধনের সময় আবারও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। 

আজ বৃহস্পতিবার ছিল ষষ্ঠ দফায় বাড়ানো হজ নিবন্ধন করার শেষ দিন। এদিন বিকেল ৪টা পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ১৪৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এ হিসাবে নিবন্ধনে এখনও বাকী রয়েছে আরও ৯ হাজার ৫০ জন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com