
সিলেটের অর্ধশত এলাকায় ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শুক্রবার
প্রকাশ: ৩০ মার্চ ২৩ । ২১:০৮ | আপডেট: ৩০ মার্চ ২৩ । ২১:০৮
সিলেট ব্যুরো

প্রতীকী ছবি
সিলেট নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজার ও বন্দরবাজারসহ কমপক্ষে অর্ধশতাধিক এলাকায় ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন লাইনে উন্নয়নকাজের জন্য আগামীকাল শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম এ তথ্য জানিয়েছেন। এর আগেও বিভিন্ন এলাকায় উন্নয়ন ও গাছের শাখা-প্রশাখা কাটার জন্য ৫ থেকে ১০ ঘন্টা পর্যন্ত সরবরাহ বন্ধ রাখা হয়েছে। প্রায় প্রতি সপ্তাহে সিলেটের পাঁচটি বিতরণ কেন্দ্রের যে কোনো একটির আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।
বন্দরবাজার ও জিন্দাবাজার ছাড়া এলাকাগুলোর মধ্যে রয়েছে- ইলেকট্রিক সাপ্লাই রোড, রায়হুসেন গলি, বড় বাজার, দারুসালাম মাদ্রাসা রোড, খাদসবীর, সৈয়দ মুগনী, মজুমদারী, চৌকিদেখী, বাশঁবাড়ি, বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহল্লাহ (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ, আম্বরখানা, ঘূর্ণি আবাসিক এলাকা, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরান লেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিস্ত, সুবিদ বাজার, বনকলা পাড়া, শাহী ঈদগাহ্, কাজিটুলা, মিরবক্সটুলা, তাতিপাড়া, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনীছড়া, আবাদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীর পাড়, কাকুয়ার পাড়, লালবাগ, বিমানবন্দর, ছালেহপুর, ছালিয়া, ধুপাগুল, রঙ্গীটিলা ও সালুটিকরঘাট।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com