সাকিবের যে বার্তা তাতিয়ে দিয়েছে রনি তালুকদারকে

প্রকাশ: ৩০ মার্চ ২৩ । ২১:৪৭ | আপডেট: ৩০ মার্চ ২৩ । ২১:৪৯

স্পোর্টস ডেস্ক

রনি তালুকদার

সম্প্রতি টি-টোয়েন্টিতে আক্রমণাত্নক ধাঁচে খেলছে টাইগার ক্রিকেটাররা। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের পর আয়ারল্যান্ডের বিপক্ষেও একই মানসিকতা ধরে রেখেছে তারা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই দাপটের সঙ্গে খেলেছে সাকিব-লিটনরা। এতে আইরিশদের বিপক্ষে টানা দুই ম্যাচেই দুই'শ ছাড়ানো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। রেকর্ড রান এসেছে পাওয়ার প্লেতেও। 

ব্যাটিংয়ে আক্রমণাত্মক মনোভাবের প্রতীক হয়ে উঠছেন রনি তালুকদার। এই উদ্বোধনী ব্যাটার প্রথম ম্যাচে ৩৮ বলে ৬৭ রান ও দ্বিতীয়টিতে ২৩ বলে করেন ৪৪ রান। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি জানিয়েছেন, অধিনায়ক সাকিব বাংলাদেশ দলকে দিয়েছেন- বাঘের মতো খেলার বার্তা। যেই বার্তা পেয়েই তাতিয়ে উঠেছেন রনি তালুকদার।

অধিনায়কের প্রশংসা করতে গিয়ে রনি বললেন, 'সাকিব ভাই কিংবদন্তি ক্রিকেটার সেটা আপনারাও জানেন। ওনার সঙ্গে আমি যখন আবাহনীতে খেলছি, আজকে থেকে ১২ বছর আগে তখনও তার মধ্যে একই ইন্টেন্ট ছিল। একই মনমানসিকতা ছিল। উনি সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করে আর ডমিনেট করে খেলে। সে জিনিসটাই দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা খেলব, বাঘের মতো খেলব। আমরা ডমিনেট করার চেষ্টা করব। আমাদের ভয়ডর থাকবে না, ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামব। হতে পারে কখনও আমরা ব্যর্থ হবো, কখনও সফল হবো। কিন্তু এটা ধারণ করে চললে আমাদের সাফল্যের পরিমাণ বৃদ্ধি পাবে। কোচের চিন্তাভাবনাও একই।'

টিম ম্যানেজমেন্টই মেরে খেলার সাহস দিয়েছে রনিকে। তাই দল থেকে বাদ পড়ার ভয়ও নেই তার। এই প্রসঙ্গে তিনি বলেন, 'এখন (বাদ পড়ার) ভয় কাজ করে না। কারণ, টিম ম্যানেজমেন্ট আমাকে ওই সাহসটা দিয়েছে। আমার খেলার ধরন অনুযায়ী আমাকে খেলতে বলেছে। ইংল্যান্ড সিরিজের আগেও আমাকে বলেছে, তুমি বিপিএলে যে কাজটা করেছ, এখানেও সেই কাজটা করবে।'

২০১৫ সালে জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি খেলেই বাদ পড়েছিলেন রনি তালুকদার। তবে তিনি হাল ছাড়েননি। ৮ বছর পর ফিরেছেন বাংলাদেশ দলে, ব্যাট হাতে তুলছেন ঝড়। বয়স ত্রিশ পেরুলেও নিজের সামর্থ্যের সবটুকু জানান দিয়ে যাচ্ছেন রনি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com