
ঈদে সাত দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ
প্রকাশ: ৩০ মার্চ ২৩ । ২২:২৩ | আপডেট: ৩০ মার্চ ২৩ । ২২:২৩
সমকাল প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতরে সাত দিন ফেরিতে সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার বন্ধ থাকবে। যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ রাখতে ঈদের দিন, ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন পচনশীল পণ্যবাহী যান ছাড়া অন্য পণ্যবাহী গাড়ি পারাপার করা হবে না। রাতে বন্ধ থাকবে স্পিডবোট এবং বালুবাহী বাল্কহেড চলাচল। এ ছাড়া ঈদের আগের পাঁচ দিন এবং পরের পাঁচ দিন বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে ঈদ ব্যবস্থাপনা বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকায় শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে মোটরসাইকেল পারাপারে বিকল্প ব্যবস্থা করার চেষ্টা চলছে। অভ্যন্তরীণ নৌপথে যাত্রীদের সুষ্ঠু ও নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন এলাকায় গার্মেন্টস ও নিটওয়্যার সেক্টরের কর্মীদের এলাকাভিত্তিক পর্যায়ক্রমে ছুটি দিতে বিজিএমইএ এবং বিকেএমইএ ব্যবস্থা নেবে।
এক প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শুধু মাওয়া হাইওয়ে নয়, ধীরে ধীরে সব হাইওয়েতে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বেঁধে দেওয়া হচ্ছে গতিসীমা। অনেকেই ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত ঝুকিপূর্ণ, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com