সংসদীয় কমিটির সুপারিশ

সংসদ নির্বাচনের আগে উপজেলা প্রকৌশলীদের বদলি নয়

প্রকাশ: ৩০ মার্চ ২৩ । ২২:৪৭ | আপডেট: ৩০ মার্চ ২৩ । ২২:৪৭

সমকাল প্রতিবেদক

অনিয়মের অভিযোগ ছাড়া উপজেলা পর্যায়ের কোনো প্রকৌশলীকে আগামী সংসদ নির্বাচনের আগে বদলি করা যাবে না। জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এমন সুপারিশে সম্মতি জানিয়েছে মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সংসদ ভবনের এ বৈঠকে অংশ নেন কমিটির সদস্য স্বপন ভট্টাচার্য্য, মসিউর রহমান রাঙ্গা, শেখ আফিল উদ্দিন, শাহে আলম, ছানোয়ার হোসেন ও আব্দুস সালাম মুর্শেদী।

জানা গেছে, কমিটির আগের বৈঠকে সভাপতি নুরুল ইসলাম নাহিদ প্রসঙ্গটি উত্থাপন করেন। তিনি সংসদ নির্বাচন সামনে রেখে চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রকৌশলী বৃদ্ধি এবং দায়িত্বরতদের বিশেষ কোনো অভিযোগ ছাড়া বদলি না করার পরামর্শ দেন। পরে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামও তাঁর সঙ্গে ঐকমত্য পোষণ করেন। গতকাল বৈঠকে সুপারিশের অলোকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

এ ছাড়া বৈঠকে গ্রামীণ রাস্তা, স্কুল ভবনসহ সব অবকাঠামো জনগণের সম্পদ হিসেবে ব্যবহারের জন্য জনমনে ইতিবাচক চিন্তাভাবনা সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ নির্মাণাধীন রাস্তাগুলো দ্রুত মেরামত এবং ইউনিয়ন পর্যায়ে রাস্তা মেরামত কাজে নিয়োজিত বেতনভুক্ত নারী কর্মীদের কাজ সঠিকভাবে মনিটরিং ও তদারকির সুপারিশ করে কমিটি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com