
বাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ০০:০৭ | আপডেট: ৩১ মার্চ ২৩ । ০০:০৭
পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার পাগলা মোড়ে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আমিনুল ইসলাম শাওন (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাওন সদর উপজেলার গাবুয়া এলাকার আব্দুর রব তালুকদারের ছেলে। তিনি বরিশাল পলিটেকনিক্যালের ডিপ্লোমার শিক্ষার্থী।
পটুয়াখালী দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, যাত্রীবাহি বাস, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপারকে আটক করা যায়নি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com