দূরের সাহিত্য

ঔপন্যাসিক জন জ্যাকসের প্রয়াণ

প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

--

স্বনামধন্য মার্কিন লেখক জন জ্যাকস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। ১৯৮২ সালে তাঁর লেখা ‘নর্থ অ্যান্ড সাউথ’ উপন্যাসটি বেস্ট সেলার হয়েছিল।
শিকাগোর বাসিন্দা জ্যাকস ডিপাউ বিশ্ববিদ্যালয় এবং ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি একটি বিজ্ঞাপনী সংস্থায় সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। তিনি ১৯৫০-এর দশকে উপন্যাস প্রকাশ করা শুরু করেন। ছোটগল্প সংকলন ‘ব্রাক দ্য বারবারিয়ান’-এর জন্য তিনি পাঠকমহলে ব্যাপক ইতিবাচক পর্যালোচনা অর্জন করেন। তিনি সেখানকার একটি চরিত্রকে তাঁর সিরিজ উপন্যাসে ফিরিয়ে আনেন।
১৯৭৪ সালে তিনি ‘দ্য বাস্টার্ড’ উপন্যাসটি প্রকাশ করেন। সেটি বেস্ট সেলার হয়েছিল। উপন্যাসটি আমেরিকান বিপ্লবের প্রথম দিকের পটভূমিতে একটি পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়। আট উপন্যাসের সিরিজের প্রথমটির শিরোনাম ‘কেন্ট ফ্যামিলি ক্রনিকলস’। এ সিরিজের অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে– ‘দ্য সিকারস’, ‘দ্য টাইটানস’ এবং ‘দ্য আমেরিকানস’। ‘দ্য বাস্টার্ড’ উপন্যাসের আট বছর পর আসে জন জ্যাকসের জীবনের সেরা সাফল্য। আমেরিকার গৃহযুদ্ধের আগের বছরগুলোর পটভূমিতে রচিত ‘নর্থ অ্যান্ড সাউথ’ উপন্যাসটি দুটি পরিবারকে কেন্দ্র করে এগিয়ে চলে। এ উপন্যাসটি শুধু নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার তালিকায় ১ নম্বরেই স্থান পায়নি; বরং জ্যাকসের জীবনের সেরা সাফল্য এটি। এ গ্রন্থটিকে ভিত্তি করে আশির দশকে একই নামে টিভি সিরিজ নির্মাণ করা হয়। সেখানে প্যাট্রিক সোয়েজ, জনি ক্যাশ এবং মরগান ফেয়ারচাইল্ডের মতো শিল্পীরা অভিনয় করেছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com