
দূরের সাহিত্য
ন্যাশনাল বুক ক্রিটিক পুরস্কার বিজয়ীদের নাম প্রকাশ
প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ
--

ন্যাশনাল বুক ক্রিটিক সার্কেল (এনবিসিসি) বার্ষিক সাহিত্য পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। পুরস্কারপ্রাপ্ত লেখকদের মধ্যে রয়েছেন– লিং মা, আইজ্যাক বাটলার ও হুয়া হু। ২৩ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। ২০১৯ সালের পর এবারই প্রথম বার্ষিক অনুষ্ঠানটি সরাসরি মানুষের উপস্থিতিতে আয়োজন করা হয়। লিং মা তাঁর ছোটগল্পের সংকলন ‘ব্লিস মন্টেজ’-এর জন্য সেরা ফিকশন পুরস্কার জয় করেছেন, এর আগের সপ্তাহে বইটি স্টোরি প্রাইজ জয় করে।
ননফিকশন বিভাগে দ্য মেথড: হাউ দ্য টুয়েন্টিথ সেঞ্চুরি লার্নড টু অ্যাক্টের জন্য বাটলার এনবিসিসি পুরস্কার জয় করেন। আত্মজীবনী বিভাগে ‘স্টে ট্রু : আ মেমোয়ার’ গ্রন্থের জন্য পুরস্কার জিতেছেন হুয়া সু।
জীবনী বিভাগে বিজয়ী হয় বেভারলি গেজের জি-ম্যান: জে এডগার হুভার অ্যান্ড দ্য মেকিং অব দ্য আমেরিকান সেঞ্চুরি। সমালোচনা পুরস্কার জিতেছে টিমোথি বিওয়েসের ফ্রি ইনডাইরেক্ট : দ্য নভেল ইন আ পোস্টফিকশন এজ। সেরা পদ্য গ্রন্থের পুরস্কার জয় করেছে সিন্থিয়া ক্রুজের হোটেল অবলিভিয়ন।
ন্যাশনাল বুক ক্রিটিক সার্কেল গঠিত হয় ১৯৭৪ সালে নিউইয়র্ক শহরে। এর পরিচালনা পর্ষদের সদস্যদের ভোটে লেখকেরা পুরস্কৃত হন। ১৯৭৬ সাল থেকে প্রতি বছর মার্চে এনবিসিসি আত্মজীবনী, জীবনী, সমালোচনা, ফিকশন, ননফিকশন ও কবিতা– এই ছয় বিভাগে পুরস্কার প্রদান করে আসছে। এটিই যুক্তরাষ্ট্রের একমাত্র জাতীয় সাহিত্য পুরস্কার, যেখানে সমালোচকেরা বাছাই করেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com