ফরিদপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ০২:২৭ | আপডেট: ৩১ মার্চ ২৩ । ০২:২৭

ফরিদপুর অফিস

ফরিদপুরের আলফাডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে লাদেন শেখ নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার ফরিদপুর র‌্যাব-৮ এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

লাদেন শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আফজাল আলী মোল্যার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। 

র‌্যাব -৮ ফরিদপুর  ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। আটকের পর তাকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com