সু চির দল বিলুপ্ত করায় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা

প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ০৩:২৪ | আপডেট: ৩১ মার্চ ২৩ । ০৩:২৫

অনলাইন ডেস্ক

অং সান সু চি

অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বিলুপ্তির ঘোষণা দিয়েছে মিয়ানমার সেনাবাহিনীর নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপ আরও অস্থিতিশীলতা ডেকে আনবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

মিয়ানমারের সাবেক নাম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, বার্মার সকল স্টেকহোল্ডারের অংশগ্রহণ ছাড়া যেকোনো নির্বাচন অবাধ বা সুষ্ঠু হবে না। এমনকি বিবেচিত হতে পারে না। সামরিক শাসনের ব্যাপক বিরোধিতার পরিপ্রেক্ষিতে নির্বাচনের দিকে সরকারের একতরফা ধাক্কা সম্ভবত অস্থিতিশীলতা বাড়িয়ে তুলবে।

তিনি বলেন, সু চি এনএলডির সহ-প্রতিষ্ঠা। ১৯৯০ সালের নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করেন, যা পরবর্তীকালে তৎকালীন জান্তা কর্তৃক বাতিল হয়ে যায়। মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে তার সর্বশেষ পদক্ষেপে ট্রেজারি ডিপার্টমেন্ট জান্তাকে জেট জ্বালানি সরবরাহকারী সবাইকে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিল।

মিয়ানমারের জান্তা-স্ট্যাকড নির্বাচন কমিশন গত মঙ্গলবার ঘোষণা করেছে, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সামরিক-খসড়া নির্বাচনী আইনের অধীনে পুনরায় নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় দলটিসহ ৪০টি রাজনৈতিক দলকে বিলুপ্ত করা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com