
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ৩১ মার্চ ২৩ । ০৯:৫৯ | প্রিন্ট সংস্করণ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ছবি- সমকাল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আট কিলোমিটার অংশজুড়ে গতকাল বৃহস্পতিবার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের ঢাকামুখী লেনে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি ট্রাক বিকল হয়ে যাওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এ কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে যাওয়া যাত্রীরা। সবচেয়ে বেশি কষ্টে পড়েন নারী ও শিশুরা।
গতকাল দুপুরে সরেজমিন দেখা যায়, যানজটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী থেকে কাঁচপুর নয়াবাড়ি এলাকা পর্যন্ত মহাসড়কে গাড়ি স্থবির হয়ে পড়ে। এ ছাড়া গত বুধবার বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় লাখ লাখ পুণ্যার্থীর আগমনের কারণে মহাসড়কে যানবাহনের বেশি চাপ ছিল। যানজটের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যেতে দীর্ঘ সময় লেগে যায়। আবুল কাশেম নামে এক ব্যবসায়ী জানান, ঢাকা যাওয়ার উদ্দেশে মোগরাপাড়া চৌরাস্তা থেকে দোয়েল পরিবহনের বাসে উঠেছি। ৪৫ মিনিটে তিনি তীব্র যানজটের কারণে মাত্র মদনপুর পৌঁছেন। অন্যদিন মোগরাপাড়া থেকে গুলিস্তান যাওয়া যায় মাত্র ৪০ মিনিটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী দেখতে মোগরাপাড়া থেকে রওনা হন শফিকুল ইসলাম। দড়িকান্দি বাসস্ট্যান্ডে তিনি জানান, রোজা রেখে জ্যামে বসে থাকা যায় না। ১৫ মিনিটের পথ তিনি এসেছেন ৩৮ মিনিটে। হাসপাতালে রোগী দেখতে যাওয়ার জন্য বুধবারও বাসা থেকে মোগরাপাড়া চৌরাস্তা এসে যানজটের কারণে ফিরে যান।
কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম মিয়া জানান, সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি যান বিকল হয়ে যাওয়ার কারণে এ যানজট দেখা দেয়। খবর পাওয়া মাত্রই হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বিকল যানবাহনটি সরিয়ে নিয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com