
কষ্টিপাথর মূর্তির মাথা বল্লাল সেনের দিঘিতে
প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ৩১ মার্চ ২৩ । ১১:০৯ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে পাওয়া গেছে কষ্টিপাথরের একটি মূর্তির মাথা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের এনায়েতনগরে অবস্থিত ‘রাজা বল্লাল সেনের দিঘি’তে পাওয়া যায় এটি। এর ওজন ৪ কেজি ৭৮৯ গ্রাম।
স্থানীয় কৃষক মো. রহমতউল্লাহ দেওয়ানের জমিতে পানি নেওয়ার জন্য শ্রমিকরা সেচের পাইপ বসানোর কাজ করছিলেন। এ সময় বল্লাল সেনের দিঘিতে মূর্তির মাথাটি পাওয়া যায়।
পরে সেটি রামপাল ইউনিয়ন পরিষদের সচিব মো. কবির হোসেন শ্রমিকদের কাছ থেকে বুঝে নেন। তিনি সেটি জেলা প্রশাসনের নেজারত শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারীর কাছে হস্তান্তর করেন।
তৌহিদুল ইসলাম বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি কষ্টিপাথরের মূর্তি কিনা, তা যাচাইয়ের জন্য ঢাকায় পাঠাবেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com