তিন শ্রমিকের প্রাণ গেল হেলায়

প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ৩১ মার্চ ২৩ । ১১:১৮ | প্রিন্ট সংস্করণ

গাজীপুর প্রতিনিধি

বহুতল ভবনের ছাদে লোহার রড তুলছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। আচমকাই একটি রড পাশের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিদ্যুতের তারে। মুহূর্তেই বিদ্যুতায়িত ওই লোহার রড হাতে থাকা তিন শ্রমিকের শরীর ঝলসে যায়। দ্রুত এগিয়ে এসে তাঁদের বাঁচানোর চেষ্টা করেন স্থানীয় লোকজন। তবে ঘটনাস্থলেই প্রাণ হারান পিয়াস হোসেন (২০), পাভেল রহমান (২২) ও মনোয়ার হোসেন (২৫)।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামে সুতা তৈরির কারখানা আরমাদা স্পিনিং মিলস লিমিটেডের ভেতর ঘটে এ দুর্ঘটনা।

পিয়াস ও পাভেলের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ এবং মনোয়ারের বাড়ি জামালপুরের বকশীগঞ্জে।

নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা ইব্রাহীম খান বলেন, ওই ভবন নির্মাণে ৬০ জন শ্রমিক কাজ করছেন। আরমাদা স্পিনিং মিলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাহীনুর রহমান মনে করেন, একটু সতর্ক হয়ে কাজ করলেই হয়তো এ সর্বনাশ হতো না।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইফতেখার রায়হান চৌধুরী বলেন, ঝলসে যাওয়া তিনজনের নিথর দেহ বালুর নিচ থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় কারখানার তিনজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা করেছেন নিহত মনোয়ারের ভাই আনোয়ার হোসেন। বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com