দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ১২:১৮ | আপডেট: ৩১ মার্চ ২৩ । ১২:২০

বাগেরহাট প্রতিনিধি

ফাইল ছবি

বাগেরহাটের ফকিরহাটে একটি দাঁড়িয়ে থাকা কয়লাবোঝাই ট্রাকের পেছনে অন্য একটি পাথরবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় কালু মিয়া (৩৫) নামে চালকের এক সহযোগী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফলতিতা মৎস্য আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু মিয়া সাতক্ষীরা জেলার বিনেরপোতা এলাকার আজিজ মিয়ার ছেলে। তার মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

মোল্লারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, কয়লাভর্তি ট্রাকের পেছনে বেপরোয়া গতিতে চলা পাথরবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় তাতে থাকা চালকের সহযোগী নিহত হন। ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মোল্লারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, কয়লাভর্তি ট্রাকের পেছনে বেপরোয়া গতিতে চলা পাথরবোঝাই একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ডাম ট্রাকের চালকের সহযোগী নিহত হয়েছেন। ট্রাক দুটি জব্দ করা হয়েছে। 

এর আগে গত ২৪ মার্চ দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকায় সাটের বটতলা নামক স্থানে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের সঙ্গে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় চলমান ট্রাকের চালক মো. সুমন (৪২) নিহত হন।



© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com