ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু

প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ১৫:১৭ | আপডেট: ৩১ মার্চ ২৩ । ১৫:১৭

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ছুরিকাঘাতে আহত এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আনিছুর রহমান (৫০) ফুলবাড়িয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ছাড়া তিনি ফুলবাড়িয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনারও ছিলেন। এর আগে তিনি ফুলবাড়ীয়া কলেজ ছাত্রদলের সভাপতি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

পুলিশ জানায়, ময়মনসিংহ নগরীর নাটকঘরলেন এলাকায় আনিছুর রহমান ২০১৬ সালে বাড়ি নির্মাণ করেন। বাড়ি নির্মাণের সময় প্রতিবেশী লেলিন মিয়ার (৪০) জমিতে তিনি মালামাল রাখতেন। এজন্য লেলিনকে টাকাও দিতেন আনিছ। কিন্তু কয়েক মাসের টাকা না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

গত ২৬ মার্চ বিকেলে মসজিদে যাওয়ার পথে দলবল নিয়ে আনিছের পথরোধ করেন লেলিন। মারপিট শেষে তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যাওয়া হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আনিছের স্ত্রী বকুল রহমান বাদী হয়ে গত ২৮ মার্চ নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় ওইদিন লেলিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, ইতোমধ্যে লেলিনকে কারাগারে পাঠানো হয়েছে। আনিছের স্ত্রীর দায়ের করা মামলায় হত্যার ধারা যুক্ত করার জন্য আদালতে আবেদন করা হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com