
তেলের ড্রামে মিললো ১১০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২
প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ১৫:৪২ | আপডেট: ৩১ মার্চ ২৩ । ১৫:৪২
বগুড়া ব্যুরো

গ্রেপ্তার দুই যুবক হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাভুমি গ্রামের আব্দুর ওহিদের ছেলে তমু মিয়া (৪০) এবং হোসেন আলীর ছেলে পিকআপ ভ্যান চালক নাজমুল হাসান (২৯)।
শুক্রবার সকালে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে একটি পিকআপ ভ্যানে তেলের ড্রামে বিশেষ কায়দায় গাঁজা লুকিয়ে ঢাকা থেকে বগুড়া হয়ে দিনাজপুরের উদ্দেশে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমান মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। রাত সোয় ২টার দিকে পিকআপ ভ্যানটি চেকপোস্টে আসলে তেলের ড্রামে লুকানো ১১০ কেজি গাঁজা জব্দ করে র্যাব। এ সময় ওই গাড়ির চালক নাজমুল হাসান ও তার সঙ্গে থাকা তমু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মনির হোসেন আরও জানান, গ্রেপ্তার দু'জন সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য। সারাদেশেই তারা মাদকের সরবারহ করে থাকেন।
তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com