
দক্ষিণ কোরীয় মিডিয়ার তথ্য শেয়ার করায় উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড!
প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ১৫:৪৫ | আপডেট: ৩১ মার্চ ২৩ । ১৫:৪৫
অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার পতাকা। ছবি: রয়টার্স
দক্ষিণ কোরিয়ার মিডিয়ার তথ্য শেয়ার করার দায়ে উত্তর কোরিয়ায় নাগরিকদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া সরকার। খবর: আলজাজিরা’র।
দক্ষিণ ঐক্য বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি সাড়ে চারশ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে দেশত্যাগ করা উত্তর কোরিয়ার পাঁচ শতাধিক নাগরিকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। প্রতিবেদনটিতে উত্তর কোরিয়ায় দক্ষিণ কোরিয়ার মিডিয়ার তথ্য শেয়ার, ধর্মীয় কার্যকলাপ ও মাদক সংশ্লিষ্টতার দায়ে নাগরিকদের মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
মন্ত্রণালয়টি নিয়মিত এমন প্রতিবেদন প্রকাশ করে থাকে। আইনত মন্ত্রণালয়টির দুই দেশের মধ্যকার পরিস্থিতি তুলে ধরার বাধ্যবাধ্যকতা রয়েছে। তবে উত্তর কোরিয়া মৃতুদণ্ডের অভিযোগ অস্বীকার করেছে।
উত্তর কোরিয়ার প্রায় ৩৪ হাজার নাগরিক দক্ষিণ কোরিয়ায় স্থায়ী হয়েছেন। কিন্তু ইদানীং সীমান্তে কড়া নিরাপত্তার কারণে এ সংখ্যা ব্যাপকহারে কমে গেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com