ত্রুটি সারিয়ে ট্রায়াল দিতে রাস্তায় ওঠা মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ১৫:৫২ | আপডেট: ৩১ মার্চ ২৩ । ১৫:৫২

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে যান্ত্রিক ত্রুটি সারানোর পার ট্রায়াল দিতে রাস্তায় ওঠা এক মাইক্রোবাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর চাম্পাতলী বেকিপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার কিসমত ফতেজংপুর ডাঙ্গারহাট গ্রামের মৃত গোমুল্লা শাহর ছেলে গোলজার আলী (৪০) এবং জেলার খানসামা উপজেলার চরকডাঙ্গা দুবলিয়া গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে ফজলে রাব্বী দুলাল (৪০)।

স্থানীয়রা জানায়, মাইক্রোবাসটির যান্ত্রিক ত্রুটি সারিয়ে ট্রায়াল দিতে রানীরবন্দরে আসছিলেন চালক। এ সময় মাইক্রোবাসটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেল ও মাইক্রোবাস দু'টিই খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

দশমাইল হাইওয়ে থানার ইনচার্জ ননী গোপাল বর্মন জানান, ঘটনাস্থল থেকে দু'জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com