
ওবামাকে পেছনে ফেললেন ইলন মাস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ১৬:৪৩ | আপডেট: ৩১ মার্চ ২৩ । ১৬:৪৩
অনলাইন ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পেছনে ফেললেন টুইটারপ্রধান ইলন মাস্ক। ওবামাকে ছাড়িয়ে মাস্ক সবচেয়ে বেশি অনুসরণ করা টুইটার অ্যাকাউন্টের মালিক হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অনুসারীর (ফলোয়ার) সংখ্যার দিক দিয়ে বৃহস্পতিবার শীর্ষস্থানে উঠে আসেন মাস্ক। অনুসারীসংখ্যার দিক দিয়ে ওবামার অবস্থান এখন দ্বিতীয়। খবর লাইভ মিন্টের
স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্কের টুইটার অনুসারীর সংখ্যা বেড়ে গতকাল দাঁড়ায় ১৩ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৫৬০। আর ওবামার অনুসারীসংখ্যা ১৩ কোটি ৩০ লাখ ৪১ হাজার ৮১৩।
নানা নাটকীয়তার পর পাঁচ মাস আগে প্ল্যাটফর্মটি কিনে নেন মাস্ক। তার মালিকানা গ্রহণের পর থেকে নানা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে টুইটার।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com