১২ দিন ধরে নিখোঁজ কলেজছাত্র

প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ২০:১৬ | আপডেট: ৩১ মার্চ ২৩ । ২০:১৬

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নিখোঁজ কলেজছাত্র রাকিব। ছবি-সংগৃহীত

পলাশ উপজেলার ঘোড়াশালে ১২ দিন ধরে নিখোঁজ মো. রাকিব নামের এক কলেজছাত্র। গত ২০ মার্চ বাড়ি থেকে বের হয়ে আর ফেরননি তিনি। খুঁজেও পাচ্ছে না তার পরিবার। ছেলেকে না পেয়ে ২৮ মার্চ সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

নিখোঁজ রাকিব ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রামের আয়নাল হকের ছেলে। এবারের এইচএসসি পরীক্ষায় ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ থেকে উত্তীর্ণ হয়েছেন তিনি। পড়ালেখার পাশাপাশি পাঁচদোনা এলাকার পাকিজা টেক্সটাইল মিলে চাকরি করে আসছিলেন রাকিব।

আয়নাল হক বলেন, ‘গত ২০ মার্চ দুপুরে আমার ছেলে রাকিব কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তারপর আর বাসায় ফিরে আসেনি। এমনকি তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ।’ 

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম জানান, নিখোঁজ রাকিবকে উদ্ধারের চেষ্টা চলছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com