এবার ভোট চুরি করতে দেবে না বিএনপি: আমীর খসরু

প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ২১:৪৯ | আপডেট: ৩১ মার্চ ২৩ । ২২:১৫

সমকাল প্রতিবেদক

অনুষ্ঠানে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী - সমকাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধানের সবকিছু লঙ্ঘন করে সরকার ক্ষমতায় বসে আছে। সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরি করে আবারও ক্ষমতায় যেতে পারবে না বর্তমান সরকার। এবার ভোট চুরি করতে দেবে না বিএনপি।

শুক্রবার রাজধানীর এয়ারপোর্ট রোডে নিকুঞ্জ কনভেনশন হলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম বাংলাদেশ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। দেশের মানুষ আওয়ামী লীগের সাথে নেই। নওগাঁয় র‍্যাব হেফাজতে জেসমিন আক্তারের মৃত্যু, প্রথম আলোর সাংবাদিককে বাসা থেকে তুলে নেয়া, নারায়ণগঞ্জে ছেলেকে না পেয়ে বাবাকে গুলি করে হত্যা, হাইকোর্টে সাংবাদিকদের ওপর হামলা ও নির্বাচনে ভোট চুরি- আরো কত কী ঘটছে। জীবনের নিরাপত্তা কোথায়? এগুলো তো সংবিধান লঙ্ঘন। সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ নিজেই সংবিধান লঙ্ঘন করছে। সাংবাদিক শামসুজ্জামান কোনো ভুল করেননি, তিন সাংবাদিকের দায়িত্ব পালন করেছেন। এখন দেশের যে অবস্থা, সেটা দুর্ভিক্ষের সামিল।

আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম সামসু উদ্দীন খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) কেন্দ্রীয় মহাসচিব ইঞ্জিনিয়ার হাছিন আহমেদ, বিএনপির সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, এ্যাবের অন্যতম সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম ও এ্যাবের সিনিয়র যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার একেএম আসাদুজ্জামান চুন্নু।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com