
স্বামীর সহযোগিতায় দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ
প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ২৩:২৪ | আপডেট: ৩১ মার্চ ২৩ । ২৩:২৪
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা

প্রতীকী ছবি
লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই নারী লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামীকে বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করেছে হাতীবান্ধা পুলিশ। গত বুধবার রাতে স্বামীর সহযোগিতায় তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন গৃহবধূ ও তাঁর পরিবারের লোকজন।
গৃহবধূ জানান, গত বুধবার রাতে পাশের ওয়ার্ডে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশে স্বামীর সঙ্গে বের হন তিনি। তবে বাবার বাড়ি না নিয়ে তাঁকে অন্য একটি বাড়িতে নিয়ে যায় স্বামী। সেখানে স্বামী তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এর পর গভীর রাতে স্বামীর উপস্থিতিতেই তাঁকে তিন-চারজন ধর্ষণ করে। তাদের মধ্যে জামাল নামে একজনকে তিনি চিনতে পেরেছেন। সকালে একটি অটোরিকশায় তাঁকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় স্বামী। সেখান থেকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
গৃহবধূর বড় ভাই বলেন, স্বামীর সহযোগিতায় কয়েকজন মিলে আমার বোনকে ধর্ষণ করা হয়েছে। এর পর আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল জানান, তিনি খোঁজ নিয়ে দলবদ্ধ ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছেন। তাঁর এলাকায় এমন ন্যক্কারজনক ঘটনা আর ঘটেনি। ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, নির্যাতনের শিকার গৃহবধূর স্বামীকে প্রথমে স্থানীয়রা আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় আনে। পুলিশের করা মামলায় শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। ওই নারী চিকিৎসাধীন থাকায় এখনও লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com