
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে: লুকাশেঙ্কো
প্রকাশ: ০১ এপ্রিল ২৩ । ০০:০০ | আপডেট: ০১ এপ্রিল ২৩ । ১০:০৪ | প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো
রাশিয়া ও পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, কিয়েভের প্রতি পশ্চিমাদের সহযোগিতা বৃদ্ধির কারণে ইউক্রেনে একটি পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। শুক্রবার বেলারুশের আইনপ্রণেতা ও নাগরিকদের উদ্দেশে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি একথা বলেছেন। খবর বিবিসি ও আলজাজিরার।
লুকাশেঙ্কো বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের উদ্যোগের ফলে ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত হয়েছে। পারমাণবিক অস্ত্রসহ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে। পশ্চিমাদের হুমকি থেকে বেলারুশকে রক্ষার সুযোগ বাড়ানোর জন্য বেলারুশে রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করেছে বলে দাবি করেছেন তিনি। মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি ও শর্ত ছাড়াই আলোচনার আহ্বান জানিয়েছেন বেলারুশের নেতা। তিনি বলেন, আরও উত্তেজনা শুরু হওয়ার আগে আমাদের থামতে হবে। শত্রুতার অবসান ও সমঝোতার ঘোষণার পরামর্শ দেওয়ার ঝুঁকি আমি নিতে রাজি। সব ভূখণ্ডগত, পুনর্গঠন, নিরাপত্তা ও অন্যান্য ইস্যু আলোচনার টেবিলে সমাধান সম্ভব কোনো পূর্বশর্ত ছাড়াই।
এদিকে যুদ্ধ আরও বেশি সময় ধরে চালিয়ে যেতে রাশিয়ার দরকার অস্ত্র। এই অস্ত্র দেশটি উত্তর কোরিয়ার কাছ থেকে পেতে চাইছে এবং এর বিনিময়ে পিয়ংইয়ংকে খাবার দিতে চায় মস্কো। বৃহস্পতিবার এমনই অভিযোগ সামনে এনেছে যুক্তরাষ্ট্র। এমনকি এ লক্ষ্যে পূর্ব এশিয়ার এই দেশটিতে রাশিয়া প্রতিনিধি দল পাঠাচ্ছে বলেও দাবি করেছে ওয়াশিংটন। শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রের বিনিময়ে খাদ্যের প্রস্তাব দিতে উত্তর কোরিয়ায় রাশিয়া একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি।
অন্যদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের যোগ দেওয়ার প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়ার সপ্তাহ দুয়েকের মাথায় এই অনুমোদন দেওয়া হলো। এর ফলে ন্যাটোতে যোগ দেওয়ার ক্ষেত্রে ফিনল্যান্ডের সামনে বড় একটি বাধা কাটল। বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্ট এই অনুমোদন দেয়। এ ছাড়া রাশিয়ায় বসবাসরত মার্কিন নাগরিকদের অবিলম্বে সে দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আমেরিকান সাংবাদিক ইভান গার্শকোভিচ গ্রেপ্তারের পর এ আহ্বান জানান তিনি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com