যুক্তরাষ্ট্রের আরাকানসাসে ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশ: ০১ এপ্রিল ২৩ । ০৬:৪৪ | আপডেট: ০১ এপ্রিল ২৩ । ০৭:০৩

অনলাইন ডেস্ক

আরাকানসাসে ঘূর্ণিঝড়ের আঘাতে গাছ উপড়ে যায়। ছবি: ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের আরাকানসাস অঙ্গরাজ্যের রাজধানী শহর ‘লিটল রকে’ একটি ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে, গাছ উপড়ে গেছে এবং গাড়ি উল্টে পড়েছে। খবর: বিবিসি’র।

লিটল রক থেকে শখানেক মাইল দূরের ওয়েইন শহরেও ক্ষয়ক্ষতি হয়েছে। আকাকানসাসের প্রায় ৭০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রায় দুই কোটি ৮০ লাখ মানুষ ঘূর্ণিঝড়ের সতর্কতার মধ্যে রয়েছে। আরাকানসাস ও মিসৌরি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের ফলে এখন পর্যন্ত আহত ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন লিটল রকের মেয়র।

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল ও দক্ষিণে সিরিজ ঘূর্ণিঝড়ের অংশ হিসেবে আরাকানসাসের এ ঘূর্ণিঝড়ের আঘাত বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গত সপ্তাহে মিসিসিপি অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ২৬ জন নিহত হয়। প্রেসিডেন্ট বাইডেন মিসিসিপি পরিদর্শন করেছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com