সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানি বিপ্লবী গার্ড কর্মকর্তা নিহত

প্রকাশ: ০১ এপ্রিল ২৩ । ০৭:২৬ | আপডেট: ০১ এপ্রিল ২৩ । ০৭:২৬

অনলাইন ডেস্ক

ফাইল ছবি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সামরিক উপদেষ্টা মিলাদ হায়দারি সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে একটি এলাকায় বিমান হামলায় মিলাদ হায়দারি নিহত হন। খবর: আরব নিউজ’র। 

ইরান বলছে, দামেস্কের আমন্ত্রণে বিভিন্ন দায়িত্ব পালনে ইরানি সেনারা সিরিয়ায় নিয়োজিত রয়েছেন। ২০১১ সালে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত বিপ্লবী গার্ডের কর্মকর্তাসহ অনেক ইরানি সেনা সিরিয়ায় নিহত হয়েছেন।

শুক্রবারের হামলার আগেরদিন বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় দুই সেনা আহত হন। একটি গাড়িতে হামলা হয় বলে জানা যায়। গাড়িটি ইরানপন্থী লোকজনকে নিয়ে যাচ্ছিল।

গত ২২ মার্চ আলেপ্পোর উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা হয়। আঞ্চলিক গোয়েন্দা সূত্রে জানা যায়, ইরানি অস্ত্রের মজুদ লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com