সাকিব-লিটনকে রেখে টেস্ট দল ঘোষণা

প্রকাশ: ০১ এপ্রিল ২৩ । ১৫:৪৪ | আপডেট: ০১ এপ্রিল ২৩ । ১৬:৪৩

ক্রীড়া প্রতিবেদক

আইপিএল খেলতে টেস্টের আগেই ছাড়পত্র চেয়েছিলেন সাকিব-লিটন। তবে অনুমতি না পাওয়ায় তাদের রেখেই বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিব অধিনায়ক, লিটন তার ডেপুটি। এছাড়া টেস্ট দলে ফিরলেন সাদমান।

সবশেষ ভারতের বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও রেজাউর রহমান রাজা। এছাড়াও অভিষেক টেস্টে সেঞ্চুরি করা জাকির হাসান নেই চোটের কারণে।

জাকিরের ইনজুরিতে কপাল খুলেছে সাদমান ইসলামের। এক বছর পর জাতীয় দলে ফিরেছেন এ বাঁহাতি ওপেনার। অন্যদিকে সে সিরিজে চোটের কারণে খেলতে না পারা নিয়মিত ওপেনার তামিম ইকবাল ফিরেছেন টেস্ট দলে। এছাড়াও ফিরেছেন পেসার এবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক , মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরীফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com