
সরকার দেশ ও স্বাধীনতা নিয়ে তামাশা শুরু করেছে: সাকি
প্রকাশ: ০১ এপ্রিল ২৩ । ১৫:৫৪ | আপডেট: ০১ এপ্রিল ২৩ । ১৬:০১
সমকাল প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই সরকার বাংলাদেশকে নিয়ে, স্বাধীনতা নিয়ে তামাশা শুরু করেছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, 'আপনারা জানেন গত কয়েকদিনে সাংবাদিক শামসুজ্জামানকে নিয়ে কি ঘটেছে। আমরা সবাই এখন একটা গভীর উদ্বেগের মধ্যে আছি।'
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বাজার সিন্ডিকেট দায়ী, টাকা পাচার দায়ী। তা সরকার স্বীকার করতে চায় না। সরকারের কাজ এগুলো সমাধান করা, কিন্তু তা না করে মানুষ ও গণমাধ্যমের গলা টিপে ধরছে। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ মানেই সংবাদ মাধ্যমের গলা টিপে ধরা।
জোনায়েদ সাকি বলেন, এই সরকার নানা সময়ে নানা কথা বলে ভোটবিহীন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। তারা এখন নির্বাচনে হারবে বিধায় সব ধরনের নির্বাচন ভয় পায়।
এ সময় আরো বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দিন পাপ্পু, বাচ্চু ভুইয়া, জুলহাসনাইন বাবু, পপি রানী সরকার প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com