মুরগি চুরির অপবাদ সহ্য করতে না পেরে বৃদ্ধার ‘আত্মহত্যা’

প্রকাশ: ০১ এপ্রিল ২৩ । ১৯:১৭ | আপডেট: ০১ এপ্রিল ২৩ । ১৯:১৮

জয়পুরহাট প্রতিনিধি

বৃদ্ধার আত্মহত্যার পর স্থানীয়দের ভিড়। ছবি: সমকাল

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মুরগি চুরির অপবাদ সহ্য করতে না পেরে শাহাজন বেগম (৬৫) নামের এক বৃদ্ধার ‘আত্মহত্যার’ অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার পানিয়াল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। 

নিহত শাহাজন বেগম উপজেলার পানিয়াল গ্রামের মৃত আব্বাস আলী প্রামাণিকের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে প্রতিবেশী ফারুকের একটি মুরগী হারিয়ে যায়। সেই মুরগি প্রতিবেশী আবু বক্করের বোন বিলকিসের বাড়িতে পাওয়া যায়। পরে হারিয়ে যাওয়া মুরগিটি ফারুক এবং বিলকিস নিজেদের বলে দাবি করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয় বাসিন্দারা বলেন, মুরগি ছেড়ে দিলে যার বাড়িতে যাবে তিনিই ওই মুরগির মালিক হবেন। পরে মুরগিটি ফারুকের বাড়িতে যায়।

এ ঘটনায় স্থানীয়রা বলেন, যেহেতু বিলকিসের বাড়ি থেকে মুরগি বের হয়েছে, সেহেতু সন্ধ্যায় শালিস হবে।

এদিকে ফারুক মুরগি চুরির মিথ্যা অপবাদ দেন শাহাজনকে। সেই অপবাদ সহ্য করতে না পেরে তিনি বিকেলে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

প্রতিবেশী মন্তাজ প্রামাণিক বলেন, বক্কর ও তার বোন বিলকিস মুরগি চুরির মিথ্যা অপবাদ দেওয়ার কারণে ওই বৃদ্ধা আত্মহত্যা করেছেন। গ্রামবাসী এর সুষ্ঠু বিচার চায়। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার অভিযোগ বা মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com