
রমজানে ভিক্ষার অপরাধে দুবাইয়ে গ্রেপ্তার ২৫
প্রকাশ: ০২ এপ্রিল ২৩ । ০৪:১৭ | আপডেট: ০২ এপ্রিল ২৩ । ০৪:১৭
অনলাইন ডেস্ক

খালিজ টাইমসের ফাইল ছবি।
রমজান মাসের প্রথম পাঁচ দিনে ভিক্ষুকবিরোধী অভিযান চালিয়ে ১৩ নারীসহ ২৫ ভিক্ষুককে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ।
দেশটিতে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন দেশ থেকে দুবাইয়ে প্রবেশ করে ভিক্ষাবৃত্তি চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁরা কোন কোন দেশের নাগরিক, তা প্রকাশ করা হয়নি। খবর- খালিজ টাইমসের।
ভিক্ষাবৃত্তি অবৈধ ও দেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশনের পরিচালক মেজর জেনারেল জামাল সালেম আল জাল্লাফ বলেন, পবিত্র রমজান মাসে সরকারি সংস্থা, দাতব্য সংস্থা এবং বিভিন্ন সমিতি দুস্থদের আর্থিক ও খাদ্য সহায়তা দিয়ে থাকে।
এদিকে, ভিক্ষুকরা টাকা চাইলে তাঁদের না দেওয়ার আহ্বান জানিয়েছেন অনুপ্রবেশ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক কর্নেল আলি সালেম। সহানুভূতি না দেখিয়ে কেউ টাকা চাইলে পুলিশকে জানানোর আহ্বানও জানান তিনি।
আরব আমিরাতের আইন অনুযায়ী, কেউ ভিক্ষা করলে তাঁকে তিন মাসের জেল অথবা সর্বোচ্চ ৫ হাজার দিরহাম জরিমানার বিধান রয়েছে; যা বাংলাদেশি অর্থে প্রায় দেড় লাখ টাকা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com