
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুবির ৬ শিক্ষার্থী
প্রকাশ: ০২ মে ২৩ । ১৭:৩৩ | আপডেট: ০২ মে ২৩ । ১৭:৩৩
খুলনা ব্যুরো

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত খুবির ছয় শিক্ষার্থী
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনয়ন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মনোনীতদের তালিকা প্রকাশ করেছে।
মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
মনোনীতরা হলেন-বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের নাজমুস সাকিফ, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের তমালিকা বালা, ফার্মেসি ডিসিপ্লিনের মাইশা মালিহা মেধা, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের তাবাসসুম ইমা, বাংলা ডিসিপ্লিনের সদানন্দ মন্ডল এবং অর্থনীতি ডিসিপ্লিনের মুক্তা আক্তার।
এদিকে ইউজিসির প্রধানমন্ত্রী স্বর্ণপদক-এ প্রাথমিকভাবে মনোনীত খুলনা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘তাদের এই প্রাপ্তি খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।’ উপাচার্য তাদের সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে তাদের মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com