
দাখিল পরীক্ষা কেন্দ্রে নকলের দায়ে ছাত্র-শিক্ষক বহিষ্কার
প্রকাশ: ০২ মে ২৩ । ১৮:০০ | আপডেট: ০২ মে ২৩ । ১৮:০০
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা

ঝালকাঠির নলছিটিতে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে মঙ্গলবার বেলা ১১টার দিকে আরবি প্রথম পত্র বিষয়ের পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।
নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সচিব মাওলানা মো. বাহাউদ্দিন এসব তথ্য জানিয়েছেন।
এর আগে ওই কেন্দ্র পরিদর্শনে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। এ সময় বই দেখে লেখার অপরাধে সরমহল হাশেমিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মো. রায়হান এবং ওই কক্ষে পরিদর্শকের দায়িত্বে থাকা ভৈরবপাশা দাখিল মাদ্রাসার কম্পিউটার বিষয়ের শিক্ষক এ কে আজাদকে বহিষ্কার করা হয়।
একইসঙ্গে ওই শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চলতি বছর তারা আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com