বিরোধপূর্ণ জমির ৪ শতাধিক গাছ কাটার অভিযোগ

প্রকাশ: ০২ মে ২৩ । ২১:২৪ | আপডেট: ০২ মে ২৩ । ২১:২৪

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বিরোধপূর্ণ জমি থেকে ৪ শতাধিক বাঁশ, বনজ ও ফলদ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, সোনাখালী গ্রামের আকতার জামানের সঙ্গে প্রতিপক্ষ রফিকুল ইসলামদের সোনাখালী মৌজার ৫৯ নম্বর দাগে ৫ কাঠা জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল সোমবার সকালে রফিকুল ইসলামরা অস্ত্রশস্ত্র নিয়ে বেশ কয়েকটি বনজ ও ফলদ গাছ কেটে ফেলে। এর আগে ৪ শতাধিক বাঁশ কেটে নিয়ে গেছে। পরে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা ও থানায় যেতে বলে।

আকতার জামান জানান, পৈতৃক সূত্রে দীর্ঘদিন ধরে জমিটির ভোগদখলে আছেন তিনি। প্রতিপক্ষ রফিকুল ইসলাম জমিটি দখলে নেওয়ার জন্য অনেক দিন ধরেই পাঁয়তারা করে আসছেন। এরই অংশ হিসেবে সোমবার অস্ত্রশস্ত্র নিয়ে বেশ কয়েকটি বনজ ও ফলদ গাছ কেটে ফেলেন তাঁরা। এর আগেও প্রতিপক্ষের লোকজন তাঁর জমি থেকে চার শতাধিক বাঁশ কেটে নেয়।

গাছ কেটে নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন প্রতিপক্ষের রফিকুল ইসলাম। তাঁর দাবি, ওই জমি তাঁর। নিজের জমি থেকে গাছ কাটা তো অন্যায় কিছু নয়।

ভালুকা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি। সেখানে গিয়ে গাছ কাটতে ও সরিয়ে নিতে বাধা দিয়ে আসেন। কাগজপত্র নিয়ে দুই পক্ষকেই থানায় আসতে বলা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com