
পদ্মা ব্যাংকে ব্যামেলকো কনফারেন্স অনুষ্ঠিত
প্রকাশ: ০৭ মে ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ
--

পদ্মা ব্যাংক প্রথমবারের মতো শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ব্যামেলকো) সম্মেলন আয়োজন করে।
শনিবার ঢাকার গুলশানে পুলিশ প্লাজা কনভেনশন সেন্টারে দিনব্যাপী ‘ব্যামেলকো কনফারেন্স-২০২৩’ শীর্ষক এ আড়ম্বরপূর্ণ আয়োজনে ব্যাংকের সব শাখার ব্যামেলকো, উপশাখাগুলোর অ্যামেলকো, করপোরেট প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান, ব্যাংকের এএমএল ও সিএফটি কেন্দ্রীয় পরিপালন কমিটি এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সব ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সর্বমোট ১২০ জন অংশগ্রহণ করেন।
উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও ফয়সাল আহসান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com