পারিবারিক সম্পত্তির কলহে ভাইদের হামলায় ৪ বোন আহত

প্রকাশ: ০৭ মে ২৩ । ১৮:৩৯ | আপডেট: ০৭ মে ২৩ । ১৮:৩৯

ফরিদপুর অফিস

আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বোনদের একজন।

ফরিদপুর শহরে পারিবারিক সম্পত্তির কলহের জের ধরে ভাইদের হামলায় চার বোন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুর শহরের কমলাপুর মাটিয়া গোরস্থান এলাকায়। শনিবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, নাসিমা জাহান, বন্যা রহমান, লাবণ্য রহমান, ফাহিমা রহমান। এদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন নাসিমা জাহান। এই ঘটনায় কোতয়ালি থানার আহতদের পক্ষে বন্যা রহমান একটি এজাহার দাখিল করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, আহতদের মা হালিমা খাতুন তার সাড়ে চার শতাংশ জমি দুই মেয়ের নামে বাড়ি করার জন্য লিখে দেন। পরে সেখানে তারা বাড়ি করে বসবাস করছেন। আর এতে ক্ষুব্ধ হয় তাদের পাঁচ ভাই। ভাইয়েরা প্রায় সময় ওই জায়গা থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করেছেন। বিষয়টা নিয়ে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে সালিশ বৈঠকের আয়োজন করায় বোনদের ওপর হামলার ঘটনা ঘটে।

এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারী আরিফ মন্ডল, বাবু মন্ডল, লাভলু মন্ডল, আনিস মন্ডল দেশীয় অস্ত্র নিয়ে তাদের চার বোনের ওপর হামলা চালিয়ে জখম করেন। পরে স্থানীয় জনতা তাদের উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি করে।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, ঘটনা তদন্তের জন্য আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রাথমিক ভাবে জানতে পেরেছি, পারিবারিক সম্পত্তির জেরে ভাইদের হামলায় চার বোন গুরুতর আহত হয়েছেন। আমি বিষয়টি দ্রুত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রিপোর্ট পেশ করব। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com