বেঞ্চ ‘গরম করবেন’ তবু রিয়াল ছাড়বেন না হ্যাজার্ড

প্রকাশ: ০৭ মে ২৩ । ১৯:৪৮ | আপডেট: ০৭ মে ২৩ । ১৯:৫৬

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড। ছবি: ফাইল

একশ’ মিলিয়নের এডেন হ্যাজার্ডের সময় কাটছে রিয়াল মাদ্রিদের বেঞ্চে বসে। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব মিলিয়ে ৯ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। মাঠে থেকেছেন সব মিলিয়ে ৩৩১ মিনিট। অর্থাৎ ওই নয় ম্যাচে কোচ তাকে গড়ে মাত্র ৩৭ মিনিট করে খেলার সুযোগ দিয়েছেন। 

গত মৌসুমেও কার্লো আনচেলত্তির অধীনে সুবিধা করতে পারেনি বেলজিয়াম জাতীয় দলকে বিদায় বলা হ্যাজার্ড। অথচ চেলসি থেকে দুর্দান্ত ফর্ম নিয়েই সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছিলেন তিনি। ওই হ্যাজার্ড বেঞ্চে বসে থাকলেও রিয়ালেই থেকে যেতে চান বলে মন্তব্য করেছেন। 

রিয়াল মাদ্রিদ শনিবার রাতে ওসাশুনাকে হারিয়ে কোপা দেল রে’ শিরোপা জিতেছে। ওই জয়ের পর হ্যাজার্ড বলেছেন, ‘এটা আমার জন্য খুব কঠিন একটা বছর। একই সঙ্গে খুব বড় একটা দলের সঙ্গে পার করা একটি বছর।’ 

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বেঞ্চে হ্যাজার্ডকে বসিয়ে রদ্রিগো গোয়েস, মার্কো অ্যাসেনসিওদের খেলাচ্ছেন। প্লে মেকিং পজিশন লুকা মডরিচ না থাকলে কিংবা করিম বেনজেমা ইনজুরিতে থাকলেও সুযোগ পাচ্ছেন না হ্যাজার্ড। তারপরও তিনি জানিয়েছেন, কোচ আনচেলত্তি ও দলের খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক খুবই ভালো তার। 

রিয়াল মাদ্রিদের সঙ্গে আরও এক মৌসুম চুক্তি আছে হ্যাজার্ডের। ওই চুক্তির মেয়াদ শেষ করার বিষয়েও আত্মবিশ্বাসী সাবেক এই ব্লুজ তারকা। রিয়ালে থাকার প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই।’ হ্যাজার্ড থাকতে চাইলেও রিয়াল মাদ্রিদ আরও এক মৌসুম তাকে বেঞ্চে বসিয়ে রেখে মোটা অঙ্কের বেতন দিয়ে যাবে কিনা সেটাই এখন দেখার বিষয়। ফ্রি এজেন্টে ছেড়ে দেওয়ার বিষয়ও আছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com