চা বাগানে নিয়ে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

প্রকাশ: ০৭ মে ২৩ । ১৯:৫৫ | আপডেট: ০৭ মে ২৩ । ১৯:৫৫

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দিপু রেলী নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় শমশেরনগর চা বাগনের ৬ নম্বর টিলায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব মিয়া দিপুকে থানায় সোপর্দ করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, ৬ নম্বর টিলার সানমুন্না রেলীর ছেলে দিপু রেলী তার ঘরে কাজের কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। তিনি শিশুসহ দিপু রেলীকে থানায় নিয়ে যান।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, ভুক্তভোগী শিশুটির মায়ের দায়ের করা মামলায় দিপুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com