
টেক্সাসে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৭
প্রকাশ: ০৭ মে ২৩ । ২৩:৫৮ | আপডেট: ০৮ মে ২৩ । ০০:০৯
অনলাইন ডেস্ক

ছবি: এবিসি নিউজ
যুক্তরাষ্ট্রের টেক্সাসের সীমান্তবর্তী শহর ব্রাউনসভিলের একটি বাসস্ট্যান্ডে প্রাইভেটকারের ধাক্কায় সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। রোববার স্থানীয় সকাল সাড়ে ৮টার দিকে এ দুঘর্টনা ঘটে। খবর ডয়েচ ভেলের।
এবিসি নিউজ জানিয়েছে, এ দুর্ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে।
পুলিশ জানায়, লোকজন একটি বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন, এসময় একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়, এতে সাতজন নিহত ও ছয়জন আহত হন। তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ জানা যায়নি। আহদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com