
সম্পত্তির কারণে বাবা-মাকে মারধরের মামলায় ছেলে গ্রেপ্তার
প্রকাশ: ২৩ মে ২৩ । ০০:৫৭ | আপডেট: ২৩ মে ২৩ । ০০:৫৭
যশোর অফিস

যশোরের চৌগাছায় সম্পত্তির কারণে মা-বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযুক্ত আখতারুজ্জামানকে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মা বাবাকে হত্যার চেষ্টা, সম্পত্তি দখলের অভিযোগে রোববার চৌগাছা থানায় মা ছায়েরা বেগম ও ১৭ মে আদালতে বাবা আব্দুল বারিক বাদী হয়ে মামলা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, যশোরের চৌগাছা উপজেলার নগরবর্ণি গ্রামের আব্দুল বারিক (৭০) ও ছায়রা খাতুন (৬০) দম্পত্তির তিন সন্তানের মধ্যে সবার বড় আখতারুজ্জামান। তিনি সম্পত্তির লোভে বাবা-মাকে মারধর করতেন। একপর্যায়ে তাদের বাড়ি থেকে বের করে দেন আখতারুজ্জামান। এমনকি বাবা-মায়ের বিরুদ্ধে চেক ডিসঅনারের মিথ্যা মামলা দেন ছেলে। এ বিষয়ে ১৮ মে সংবাদ সম্মেলন করে করেন বৃদ্ধা মা বাবা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com