ব্যাংকের ব্যবসাকেন্দ্রে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ

প্রকাশ: ২৩ মে ২৩ । ০০:০০ | আপডেট: ২৩ মে ২৩ । ০৯:৪১ | প্রিন্ট সংস্করণ

সমকাল প্রতিবেদক

ব্যাংকগুলোর ব্যবসাকেন্দ্রে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে বিভিন্ন সময়ে দেওয়া নির্দেশনার আলোকে স্বয়ংক্রিয় প্রতিকার ব্যবস্থা, যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলা হয়েছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের ব্যবসাকেন্দ্র বলতে শাখা, উপশাখা, এসএমই ও কৃষি শাখা, এটিএমএম বুথ, সিআরএম ইত্যাদিকে বোঝানো হয়।

ব্যবসাকেন্দ্রে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে ২০১৫ সালে একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিরোধে আইন, বিধিমালা ও ন্যাশনাল বিল্ডিং কোড রয়েছে।

সার্কুলারে বলা হয়, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে বিদ্যমান আইন, বিধিমালা ও কোডের নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com