ভারত বিশ্বকাপের বাছাইপর্বের তারিখ ঘোষণা

প্রকাশ: ২৩ মে ২৩ । ১৬:৪৯ | আপডেট: ২৩ মে ২৩ । ১৬:৫৬

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে। ছবি: ফাইল

দশ দল নিয়ে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে পঞ্চাশ ওভারের মেগা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সুপার লিগ থেকে আট দল সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাকি দুই দল নির্ধারণ হবে বাছাইপর্ব থেকে। 

জিম্বাবুয়ে অনুষ্ঠিত ওই বাছাইপর্বের তারিখ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আগামী ১৮ জুন শুরু হবে বাছাইপর্বের আসরটি। 

বাছাইপর্বে অংশ নেবে দশ দল। তারা হলো- স্বাগতিক জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমান। বাছাইপর্বের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ৯ জুলাই। 

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ আলারডাইস বলেছেন, ‘আইসিসি ২০২৩ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দলগুলোর জন্য আসরটি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার ভালো একটা সুযোগ। আশা করছি আসরটি জমজমাট হবে, কারণ দুই বিশ্বচ্যাম্পিয়ন এখানে খেলবে। এছাড়া এশিয়া, আফ্রিকা, আমেরিকা  ও ইউরোপের প্রতিনিধি আছে এই লড়াইয়ে।’

গ্রুপ ‘এ’: ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেপাল, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র। 

গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও আরব আমিরাত।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com