সালিশে সাক্ষী দেওয়ায় নারীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ২৩ মে ২৩ । ১৯:২৩ | আপডেট: ২৩ মে ২৩ । ১৯:২৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খাদিমপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় সাক্ষী দেওয়ায় ইশারন খাতুন নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর প্রতিবেশী জিন্নাহ আলীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

ইশারন খাতুন উপজেলার শিয়ালমারি গ্রামের উত্তরপাড়ার ফজলুর রহমানের স্ত্রী।

খাদিমপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস বলেন, ১৩ এপ্রিল নিজের ভুট্টাক্ষেতে আগুন দেন জিন্নাহ আলী। সেই আগুনে প্রায় ৩০০ বিঘা ভুট্টা ও পানবরজ পুড়ে যায়। এ ঘটনায় ইশারন খাতুন সালিশে সাক্ষী দেন। এতে জিন্নাহ আলীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এরই জেরে এই নারীকে কোপানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি বিপ্লব কুমার নাথ বলেন, অভিযান চালিয়ে অভিযুক্ত জিন্নাহ আলীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com