
ফরিদপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
প্রকাশ: ২৩ মে ২৩ । ২১:০৮ | আপডেট: ২৩ মে ২৩ । ২১:০৮
ফরিদপুর অফিস

ফরিদপুরে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে মো. হারুন শেখকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয় যা আদায়ে ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ফরিদপুর জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত থাকায় তাকে পুলিশ পাহারায় জেল হাজতে পাঠানো হয়।
রায়ের বিবরণে জানা যায়, জেলার আলফাডাঙ্গা থানার পাকুড়িয়া গ্রামের কামাল শেখের ছেলে মো. হারুন শেখ তার প্রতিবেশী ১৩ বছরের শিশুকে ২০২২ সালের নভেম্বর মাসের ২৬ তারিখে সন্ধ্যায় পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে ও তা মোবাইলে ধারণ করেন এবং জানিয়ে দিলে হত্যার হুমকি দেন। এ ঘটনায় পরের দিন ২৭ তারিখে শিশুটির মা আলফাডাঙ্গা থানায় বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শফিকুল ইসলাম ২০২১ সালে জুন মাসের ২৮ তারিখে অভিযোগপত্র জমা দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. স্বপন পাল বলেন, আসামির ধর্ষণের ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিচারক ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ ( ১) ধারার অভিযোগে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। সেই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। যা আদায় করে ভিকটিমকে দেওয়া হবে। এ রায়ে আমরা অত্যান্ত খুশি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com