কারাবন্দি ছেলেকে দেখতে গিয়ে স্ট্রোকে বাবার মৃত্যু

প্রকাশ: ২৩ মে ২৩ । ২১:৩৫ | আপডেট: ২৩ মে ২৩ । ২২:১৯

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্ত ছেলে লিটন মাতুব্বর। ছবি: সমকাল

ফরিদপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত ছেলেকে দেখতে গিয়ে স্ট্রোকে মারা গেছেন রাশেদ মাতুব্বর (৬৫) নামের এক বৃদ্ধ। সোমবার দুপুরে তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে বাবার জানাজায় অংশ নিতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান ছেলে লিটন মাতুব্বর। 

নিহত রাশেদ মাতুব্বর উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের দক্ষিণ কাউলীবেড়া গ্রামের বাসিন্দা।  

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় ১৪ বছরের সাজা হয় লিটন মাতুব্বরের। সোমবার দুপুর আড়াই টার দিকে লিটনকে জেলা কারাগারে দেখতে যায় তার বাবা ও পরিবারের স্বজনরা। এসময় ছেলের গায়ে কয়েদি পোশাক দেখে অসুস্থ হয়ে পড়েন বাবা রাশেদ। পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সাজাপ্রাপ্ত এক আসামিকে বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জানাজায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি আইনি প্রক্রিয়ায় হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com