ওবায়দুল কাদেরের নির্দেশে পদযাত্রায় হামলা চালায় পুলিশ, অভিযোগ রিজভীর

প্রকাশ: ২৪ মে ২৩ । ১৩:৪১ | আপডেট: ২৪ মে ২৩ । ১৫:১৯

সমকাল প্রতিবেদক

নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী। ছবি: সমকাল

রাজধানীর ধানমন্ডিতে বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে পুলিশ হামলা চালায় বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।

বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে বলেছিলেন, তাদের (বিএনপি) ঠাণ্ডা মাথায় নিশ্চিহ্ন করতে হবে। দুইদিন আগেও তিনি বলেছিলেন, এখন থেকে শান্তি সমাবেশ নয়, সারাদেশে বিএনপিকে প্রতিরোধ করতে হবে। বিএনপির আস্তানা গুঁড়িয়ে দিতে হবে। ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এই হুংকারের পর বিএনপির ওপর হামলা শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মামলা-আটক অভিযান শুরু করেছে পুলিশ। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায় বিনা উস্কানিতে হামলা করেছে পুলিশ ও আওয়ামী লীগের বিশেষ বাহিনী। বৃষ্টির মতো টিয়ারগ্যাস, রাবার বুলেট ছোঁড়া হয়। হামলায় আমাদের বহু নেতাকর্মী আহত হন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমসহ ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের বিষয়কে অশুভ আখ্যায়িত করে রিজভী বলেন, ঢাকার বিশেষ জজ আদালতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এটি সরকারের একটি অশুভ পরিকল্পনা। এই মামলাতেও আসামি ছিলেন শেখ হাসিনা। রাষ্ট্রক্ষমতায় এসে আওয়ামী লীগ সভাপতি ওই মামলা থেকে নিজের নাম বাদ দিয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালেদা জিয়ার বিচার চালানো হচ্ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানসহ জিয়া পরিবার ও বিরোধী নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর কোনো শ্রদ্ধা নেই। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com