
সিলেট সিটি নির্বাচন
নির্বাচন কমিশনের আচরণে ক্ষুব্ধ জাপা প্রার্থী, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়
প্রকাশ: ২৪ মে ২৩ । ১৮:৪৮ | আপডেট: ২৪ মে ২৩ । ১৯:০৩
সিলেট ব্যুরো

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণে হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। বুধবার নানা বিষয় নিয়ে সংশয় প্রকাশ করে তিনি গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রেরণ করেছেন।
বাবুল জানান, আসন্ন সিসিক নির্বাচনে মঙ্গলবার সরকারদলীয় নৌকা প্রতীকের প্রার্থী কয়েক শ' নেতাকর্মী নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন, যা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। তারপরও কমিশন কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রমাণিত হচ্ছে, নির্বাচন কমিশন কার্যালয় নিরপেক্ষ নয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আশঙ্কা প্রকাশ করে জাপা প্রার্থী বলেন, আমার মনে হচ্ছে, নির্বাচন সুষ্ঠু হবে না। নৌকার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে আমি শঙ্কিত।
বাবুল ধারণা করছেন, নির্বাচনের আগে ও ভোটগ্রহণের দিন কমিশন সরকারদলীয় প্রার্থীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। এমন অবস্থা চলতে থাকলে তিনি কঠোর সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হবেন।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আঞ্চলিক নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান সংবাদ বিজ্ঞপ্তিতে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com